শিশু-কিশোর সাহিত্য পত্রিকা কুঁড়ি’র উদ্যোগে ‘এসো বিজয়ের কথা বলি’ আলোচনা অনুষ্ঠিত

116

আবু সাঈদ হেলাল

মহান বিজয়ের ৫০তম দিবস উপলক্ষে বগুড়া থেকে প্রকাশিত শিশু-কিশোর সাহিত্য পত্রিকা মাসিক ‘কুঁড়ি’র উদ্যোগে ‘এসো বিজয়ের কথা বলি’ শিরোনামে এক আলোচনা অনুষ্ঠান গতকাল ১৬ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৬টায়, বগুড়ার ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত হয়। কুঁড়ি’র সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯িত ছিলেন বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ থেকে পঞ্চাশ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এ-দেশের জন্য যুদ্ধে গিয়েলিছাম, প্রাণের মায়া তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। হানাদার পাকিস্তানিবাহিনীর সাথে দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা বিজয় অর্জন করেছি। বিনিময়ে ৩০ লক্ষ শহীদের রক্ত আর ৩ লক্ষ মা-বোনের সম্ভ্রম দিতে হয়েছে আমাদের। বাঙালি জাতির এ ত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তিনি বলেন দেশপ্রেম ছাড়া এদেশ স্বাধীন করা কখনই সম্ভব হতো না। মহান নেতা বঙ্গবন্ধুর আহŸানে অনুপ্রাণিত হয়ে, দেশের প্রতি মমত্ববোধ আর ভালোবাসার জন্যেই আমরা জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। তিনি কুঁড়ি পত্রিকায় লেখনীর মাধ্যমে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর আত্মত্যাগ আর দেশপ্রেমে জাগ্রত করার জন্য সকলের প্রতি আহŸান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আইনজীবন রেজাউল আলম মোঃ বেলাল ও আব্দুর রউফ খান এবং নজরুল পরিষদ বগুড়ার সভাপতি আইনজীবী মনতেজার রহমান মন্টু। অন্যান্যে মধ্যে আলোচনায় অংশ নেন, ঘাতক-দালাল নির্মূল কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বগুড়া শিশু নাট্যদলের উপদেষ্টা জি এম সাকলায়েন বিটুল, সংশপ্তক থিয়েটার সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, কবি সালমা রহমান রন্টি, কবি সানজিদা নাসরিন রুনা, জাকি-উল-হক জীবন প্রমুখ। অতঃপর প্রধান অতিথি শিশু-কিশোর সাহিত্য পত্রিকা কুঁড়ি’র বিজয় দিবস সংখ্যা উপ¯িত সকলের হাতে তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুুঁড়ি’র সহযোগী সম্পাদক জিল্লুর রহমান শামীম।