গাবতলীতে ১২নং সুখানপুকুর ইউনিয়নের আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

219

শ্যামল সরকার
১৮.১২.২০২০ শুক্রবার
বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৮ডিসেম্বর শুক্রবার সুখানপুকুর এম আর এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগের সদস্য আলমগীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি টিএম মুসা পেস্তা। সম্মেলনটি উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ সালাম ভূলন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলুয, বগুড়া পৌর আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন এবং জেলা আ’লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য ইমরান হোসেন রিবন, এ্যাডঃ শফিকুল ইসলাম নাফরু, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী মিন্টু চেয়ারম্যান নেপালতলী ইউনিয়ন এবং জিয়াউর রহমান জুয়েল উপজেলা সাংগঠনিক সম্পাদক । পরিচালনায় ছিলেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান পান্না। সম্মেলনে নিলাদ্রী শেখর সিংহ বিটুকে সভাপতি, রেজাউল করিম রানাকে সাধারণ সম্পাদক, নুরুল ইসলাম উজ্জ্বল(ইউপি সদস্য) ও অশোক কুমার সাহাকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং এম এ হাকিম (মতিন) আব্দুল গফুর কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ১২নং সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের কমিটি গঠন করা হয়।