——————————————–
স্টাফ রিপোর্টারঃ ২০২০-২১ অর্থ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান সদরের মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হাইব্রিড ধান বীজ বিতরণের উদ্বোধন করেন প্রধান সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
এ সময় উপস্থিত ছিলেন, ১৯ নংওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ূব আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক ও ১৯ নংওয়ার্ড কাউন্সিলর পদ-প্রার্থী লুৎফর রহমান মিন্টু,ডাঃ সাহিদুল ইসলাম,নুর মোহাম্মদ টুটুল প্রমুখ। ১৯ নং ওয়ার্ড ও বগুড়া পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের ৪০০ জন্য কৃষকদের মাঝে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।