অবৈধ ঔষধ জব্দঃবগুড়ায় পান্না স্টোরকে লাখ টাকা জরিমানা

99

স্টাফ রিপোর্টার

অবৈধভাবে লাইসেন্স বিহীন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর  মিসব্রান্ডেড ঔষধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের বড়গোলা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, ঔষধ আইন-১৯৪০ অনুযায়ী অবৈধভাবে লাইসেন্স বিহীন, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর  মিসব্রান্ডেড ঔষধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোর এর মালিক মো. পান্নাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  এছাড়া জব্দকৃত ওই সকল ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।