ফিফার অনুমোদন পেলেন রেফারি মনি

128

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

অবশেষে ফিফার অনুমোদন পেলেন ফুটবল রেফারি সালমা আক্তার মনি। পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়স এক বছর একদিন কম হওয়ায় ২০২০ সালের ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পাননি তিনি। ২০২১ সালের জন্য পরীক্ষা দিয়ে অপেক্ষায় ছিলেন ফিফার অনুমোদনের। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) মনির অনুমোদনের বিষয়টি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাÑ ফিফা। সালমা আক্তার মনি এখন ফিফার সহকারী রেফারি।

সালমা আক্তার মনির বয়স এবারও একদিন কম ছিল। কিন্তু বাফুফে কনসিডার করার অনুরোধ করেছিল ফিফাকে। যে কারণে বয়স একদিন কম হওয়ার পরও সালমা মনি ২০২১ সালের জন্য ফিফার সহকারী রেফারি হিসেবে স্বীকৃতি পেলেন। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ বিকালে সালমা আক্তার মনিকে সহকারী রেফারি হিসেবে ফিফার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২০ সালে ফিফা রেফারি হয়েও করোনাভাইরাসের কারণে কোনো আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পাননি আরেক নারী রেফারি জয়া চাকমা।।