বগুড়ায় করোনায় আরও মৃত্যু একজনের,নতুন শনাক্ত ২৯

153

স্টাফ রিপোর্টার

বগুড়ায়  গত ২৪ ঘন্টায় ১০৬টি নমুনার ফলাফলে নতুন করে ২৯জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৭দশমিক ৩৫শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম  সিরাজুল(৫৫)। তিনি বগুড়া সারিয়াকান্দির  বাসিন্দা। বৃহস্পতিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে সদরের ২১, কাহালু ৪, গাবতলী ৩ এবং ধুনটের একজন।

শুক্রবার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ১৭ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৬টি নমুনায় ২৫জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১০টি নমুনায় ৪জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৩৬৩জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৪৮০জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২১৮জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৬৫জন।