বগুড়া সদরের তেলিহারায় বিজয় দিবস উদযাপন ক্রীড়া প্রতিযোগিতা

176

——————————————————-
কে এম আমিনুল ইসলাম, মহাস্থান (বগুড়া) থেকেঃ বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি ছিলেন শেখেরকোলা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তাজুল ইসলাম রাসেল।
প্রধান অতিথি ছিলেন শেখেরকোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিস পরিদর্শক রাশেদুল ইসলাম রাশেদ, চাকুরীজীবি সাবরুজ্জামান চঞ্চল, ব্যবসায়ী মুজাহেদুল ইসলাম রানু, আব্দুল খালেক খোকন, খন্দকার বীজ হিমাগারের ব্যবস্থাপক সুলতান মাহমুদ, ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী রেজাউল কারিম, সমাজসেবক সাইফুল ইসলাম সাবলু, শাহিন কামাল ঝিনুক, তেলিহারা একতা সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক ডাঃ জহুরুল ইসলাম, নাফিউল ইসলাম, নাবিল হাসান প্রমুখ।
দিনব্যাপী খেলা পরিচালনা করেন সিরাজুল ইসলাম সিরাজ।