শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

173

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর শনিবার বিকালে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে আওয়ামীলীগ সভাপতি আজিজুল হক’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি টি জামান নিকেতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তপন চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, জেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ শাহাজাদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, হাবিবুল আলম মাস্টার, জেলা পরিষদের সদস্য আব্দুল করিম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।