করোনা: মডার্নার টিকা অনুমোদন পেল যুক্তরাষ্ট্রে

105

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

মডার্নার করোনা ভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)। এর এক সপ্তাহ আগে ফাইজার আবিস্কৃত টিকা অনুমোদন দিয়েছে তারা। এর ফলে এখন যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষকে করোনার টিকা দেয়া সহজ হয়ে যাবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষকে জরুরি ভিত্তিতে প্রয়োগ করা হয়েছে ফাইজারের টিকা। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ক্যামেরার সামনে টিকা নিয়েছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, যুক্তরাষ্ট্র মডার্নার ২০ কোটি ডোজ কিনতে সম্মত হয়েছে। এরই মধ্যে ৬০ লাখ ডোজ চালান পথে রয়েছে। উল্লেখ্য, বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ ও সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শুধু যুক্তরাষ্ট্রে কমপক্ষে তিন লাখ ১১ হাজার ৫২৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন এক কোটি ৭২ লাখ ৬৯ হাজার ৫৪২ জন। এর আগে মডার্নার টিক অনুমোদন দেয়ার জন্য এফডিএর উপদেষ্টা প্যানেল ২০-০ ভোটে সুপারিশ পাস করে। তারপরই শুক্রবার এফডিএ এই টিকা অনুমোদন দিয়েছে। যাদের বয়স ১৮ বছর বা তারও বেশি তাদের ওপর প্রয়োগ করা যাবে এই টিকা। ওদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টুইটে বলেছেন, অপ্রতিরোধ্য অনুমোদন দেয়ার পর টিকার বিতরণ শুরু হবে অবিলম্বে। ম্যাচাচুসেটসের কেমব্রিজে অবস্থিত মডার্না। সেখানেই সবচেয়ে বেশি টিকা তৈরি হবে বলে জানিয়েছে তারা।