বগুড়ায় করোনায় আরো একজনের মৃত্যু: নতুন শনাক্ত ২০

110

স্টাফ রিপোর্টার

বগুড়ায়  গত ২৪ ঘন্টায় ৯৭টি নমুনার ফলাফলে নতুন করে ২০জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২০দশমিক ৬১শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২২জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম  মনোয়ার হোসেন(৯০)। তিনি বগুড়া কাহালুুর  বাসিন্দা। শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে সদরের ১৬, শেরপুর ৩ এবং শিবগঞ্জের একজন।

শনিবার দুপুুুর সাড়ে ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ১৮ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ১৮জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৩৮৩জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৫০২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২১৯জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৬২জন।