বগুড়া শহরের গোহাইল রোডের ফুটপাত থেকে এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে গোহাইল রোডের সূত্রাপুরের পৌরপার্ক এলাকায় পড়ে থাকা নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার এসআই মনোয়ার ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে রাস্তায় পড়ে থাকা নবজাতককে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবজাতকের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, কোনো দাবিদার না পেলে সরকারিভাবে দাফন করা হবে।
চিকিৎসকের বরাত দিয়ে এসআই মনোয়ার ইসলাম বলেন, নবজাতকের জন্মের প্রায় দুই ঘণ্টা পরেই তাকে রাস্তায় ফেলে দেয়া হয়।।