আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১৬জানুয়ারী আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার ছিল প্রতিন্দন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এই দিনে পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্টু, বর্তমান মেয়র বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু ও ইসলামি আন্দোলনের আব্দুর রাজ্জাক। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯জন এবং সংরক্ষিত ৩টি নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ১০ মহিলা প্রার্থী বিকেল ৫টা পর্যন্ত তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে ৭নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুছ নামের একজনই মনোনয়নপত্র দাখিল করেন বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার আব্দুর রশিদ জানান।