স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০১টি নমুনার ফলাফলে নতুন করে ৫৯জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৯দশমিক ৩৫শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩১জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম মোস্তাফিজার রহমান(৬৬)। তিনি বগুড়া সদরের বাসিন্দা। শনিবার দুপুর ২টায় টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া নতুন আক্রান্ত ৫৯ জনের মধ্যে সদরের ৫৬, শাজাহানপুর ২ এবং কাহালুতে একজন।
রোববার দুপুুুর ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ১৯ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০১টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৯টি নমুনায় ৫৬জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১২টি নমুনায় ৩জনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৪৪২জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৫৩৩জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২২০জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৮৯জন।