এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ
গতকাল রাতে নিশিন্দারা উত্তরপাড়া বগুড়া কমিউনিটি ভলান্টিয়ার অগ্যানাইজেশম-এর গরীর সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ লহ্মে মরহুম আব্দুস সাত্তার মোল্লা স্মৃতি পরিষদের পহ্ম থেকে সাংবাদিক এস এম সালমান হৃদয় শীত বস্ত্র তুলে দিলেন সাংগঠনের প্রতিষ্ঠাতা এম এ বিপ্লব ও দপ্তর সম্পাদক অনিক মাহমুদ এর নিকট।