বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

146

প্রেস বিজ্ঞপ্তি

বগুড়ায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচির মধ্যে ছিলো র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা। বর্ণাঢ়্য এই আয়োজনে বগুড়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বগুড়ায় কর্মরত স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জে এম রউফের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি জামান নিকেতা, বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওছার, সাবেক সহসভাপতি আব্দুর রহিম বগরা, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ সাইন, নারী উদ্যোক্তা তহমিনা পারভীন শ্যামলী, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, সাদেকুর রহমান সুজন, নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাত্র দুই বছরের ব্যবধানে দেশ রূপান্তর পাঠক সমাজে সমাদৃত হয়েছে। নির্মোহ সংবাদ পরিবেশন ও মুক্তিযুদ্ধের পক্ষে দৃঢ় অবস্থান পত্রিকাটিকে অন্যমাত্রায় নিয়ে গেছে। তারা বলেন, করোনাকালীন সংকটে অনেক পত্রিকা প্রকাশনা বন্ধ হয়ে গেলেও দেশ রূপান্তর পাঠকের পাশে থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাঁরা দেশ রূপান্তরের সাফল্যমল অগ্রযাত্রা কামনা করেন। শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেশ রূপান্তর পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।