বগুড়ায় করোনায় আরো একজনের মৃত্যুঃ নতুন শনাক্ত ১৪

154

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ৯৭টি নমুনার ফলাফলে নতুন করে ১৪জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৪দশমিক ৪৩শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩১জন। তবে করোনায় নতুন করে এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারীর নাম মিনা রানী মোহন্ত(৪৮)। তিনি জয়পুরহাটের বাসিন্দা। রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে সদরের ১৩ এবং বাকি একজন ধুনটের। সোমবার দুপুুুর ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২০ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৫টি নমুনায় ১৩জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ২টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৪৫৬জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৫৬৪জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২২১জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৭১জন।