বগুড়ায় কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

155

স্টাফ রিপোর্টার:
বগুড়ায় জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের স্থানীয় হোটেলের সভা কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল লতিফ তারিন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা।

সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, আবু বক্কর সিদ্দিক রাজা, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, বকুল আহম্মেদ, সোমা, বিথী ও বজলার রহমান বকুল।