রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিনের মনোনয়ন পত্র সোমবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসন থেকে উত্তোলন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এবিএম কামাল সেলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক মীর আঃ রাজ্জাক, পৌর বিএনপির আহ্বায়ক একেএম ইদ্রিস আলী, সদস্য সচিব এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা বুলবুল ইসলাম, আঃ করিম, হাবিবুল্লাহ মেজবাহ সৈকত, খালিদ হাসান, আরমান, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ। এসময় প্রার্থীরা সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।