ফেব্রুয়ারির মধ্যে দেড় কোটি, জুনে আরো ৩ কোটি মানুষ করোনার টিকা পাবে

125

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

আগামী মে-জুনের মধ্যে দেশের সাড়ে ৪ কোটি মানুষ ভ্যাকসিন পাচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষ থেকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে দেড় কোটি মানুষের জন্য তিন কোটি করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। এর বাইরে মে-জুনের মধ্যে আরো তিন কোটি মানুষের জন্য ছয় কোটি ভ্যাকসিন আনা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য মন্ত্রিসভাকে অবহিত করেছেন।