বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় দলের সকলকে নিরলসভাবে কাজ করতে হবে–মজনু

177

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় দলের সকলকে নিরলসভাবে কাজ করতে হবে। তৃণমুলে নেতৃত্ব গ্রহণ করে সাধারণ মানুষের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। সকল বাধা উপেক্ষা করে পদ্মাসেতু নির্মান করে সারা পৃথিবীর মানুষকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। অন্ন,বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সহ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছেন। এই সফলতাকে ধরে রাখতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গিয়ে এর সুফল তুলে ধরতে হবে। দুপচাঁচিয়া পৌর ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন, প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। মঙ্গলবার বিকালে জেকে ডিগ্রী কলেজ মাঠে পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি প্রদীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. তবিবর রহমান তবি, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, শ্রম বিয়ষক সম্পাদক রুহুল মোমিন তারিক। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, আবু সাঈদ ফকির, জেলা আ’লীগের সাবেক সহসভাপতি শাহ মো. আব্দুল খালেক, উপজেলা আ’লীগের সহসভাপতি আমিনুর রহমান, লোকমান আলী মহলদার, তপন কুণ্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, এনামুল হক রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইশারক আলী, পৌর আ’লীগের সহসভাপতি নাজমুল ইসলাম, জেলা যুবলীগের গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক এনামুল জাহিদ তিতাস, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াদুল হক হাসান জুয়েল, আজিজুল হক শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল কাদের শিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সবুর খন্দকার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজল প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিটি গঠনের লক্ষ্যে দ্বিতীয় অধিবেশন চলছিল।