বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,বগুড়া ইউনিট এর ত্রাণ সামগ্রী বিতরণ

195

প্রেস বিজ্ঞপ্তি: আর্তমানবতার সেবাই নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট আজ ২২ ডিসেম্ভর ২০২০ তারিখ সোমবার সকাল ১০.৩০ সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৫৪ পরিবারের মাঝে, প্রতি পরিবারে খাদ্য সামগ্রি (চাউল ১৫ কেজি, ডাল ২ কেজি, তৈল ২ লি:, লবন ২ কেজি, চিনি ২ কেজি, সুজি ১ কেজি) ও হাইজিন কিট (গোসল করা সাবান ১২ টি, কাপড় ধোয়ার সাবান ৮ টি, স্যাটিটারি প্যাড ১ প্যাকেট, টয়লেট টিস্যু ৫ রোল, টয়লেট ব্রাশ ১ টি, নখ কাটার যন্ত্র ১ টি, টুথ পেস্ট ২ টি, টুথ ব্রাশ ৫ টি, হাত ধোয়ার তরল সাবান ১টি, হাত ধোয়ার তরল রিফিল প্যাকেট সাবান ২টি, নারিকেল তেল ১ বোতল, চিরুনি ১ টি, তোয়ালে ১টি) বিতরণ করা হয়।