গাবতলীতে নারী-শিশু নির্যাতন রোধকল্পে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

133

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী মডেল থানার উদ্যোগে ও ইউএনএফপিএ’র সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন রোধকল্পে কমিউনিটি সচেতনতামূলক সভা ২২ডিসেম্বর মঙ্গলবার স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। থানার ওসি নুরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমীন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভূলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ অলিফা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, নেপালতলী ইউপি চেয়ারম্যান লতিফুল বারী মিন্টু, দক্ষিণপাড়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রোজিনা আক্তার, শিক্ষক রিয়াজুল ইসলাম, থানার নারী ও শিশু হেল্প ডেক্স এর কর্মকর্তা এএসআই রোজিনা, ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, ইমাম জাহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ, অর্পন বøাড ফাউন্ডেশনের সভাপতি আশরাফ আলী, থানা স্টুডেন্ট কমিউনিটি কমিটির মহিলা বিষয়ক ছাত্রী সম্পাদক মিথু আকতার, বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রাহেল ইসলাম, আরিফা আকতার, ছাত্রী নাদিরা পারভীন প্রমুখ।