চলনবিল এলাকায় শীতজনিত রোগের প্রকোপ বৃদ্ধি

101

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ ঘন কুয়াশা ও হিমেল হওয়ায় শীতজনিত রোগের প্রকোপ বেড়ে চলেছে৷ তীব্র শীতে কষ্টে দিন কাটছে খেটে খাওয়া মানুষের৷ গত এক সপ্তাহে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ায় শতাধিক লোক আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন গুরুদাসপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ রবিউল করিম শান্ত।
শীতজনিত রোগে আক্রান্তদের গরম কাপড় পরিধান ও পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দেয়া হচ্ছে। ঠান্ডায় কাবু হয়ে পড়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা৷ কনকনে শীতে শিশু ও বয়োবৃদ্ধদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। ঠান্ডা গরমে অসুস্থ অবস্থায় নিরাময় পেতে ভর্তি হচ্ছে হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে,শীতে ওয়ার্ডে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হলেও কিছু ঔষধ শেষ হয়ে গেছে।