আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদিঘীর সান্তাহারে অবৈধভাবে চার্জার চালিত অটোরিকশার ব্যাটারির পানি তৈরি করার দায়ে ১০হাজার টাকা জরিমানা করেন
ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০ টায় উপজেলার সান্তাহার ইউপির ছাতনী ঢেকড়া এলাকায় টেকনো বাংলা মেশিনারীজ নামের
কারখানায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক।
জানাযায়, টেকনো বাংলা মেশিনারীজ নামের একটি কারখানায় দীর্ঘদিন ধরে পরিবেশে অধিদপ্তরের অনুমতি বিহীন চার্জার চালিত অটোরিকশার ব্যাটারির পানি ও পলিথিন তৈরি করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শীমা শারমিনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি)
মাহবুবা হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্তকমূলক ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।