কানাডায় নির্বাসিত পাকিস্তানি মানবাধিকারকর্মীর মরদেহ উদ্ধার

108

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

কানাডার টরেন্টোতে ছয় বছর ধরে নির্বাসিত এক পাকিস্তানি মানবাধিকারকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৭ বছর বয়সী কারিমা বেলুচ নামে ওই নারী দেশটির সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে টরেন্টোতে নিখোঁজ হন কারিমা বেলুচ। এরপর গত রোববার পুলিশ একটি সাধারণ ডায়েরি করে। পরে তার মরদেহ পাওয়ার কথা জানায় পুলিশ। এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

২০১৬ সালে বিবিসির বার্ষিক প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পান কারিমা বেলুচ। ২০১৫ সালে তিনি পাকিস্তান ছেড়ে কানাডায় আশ্রয় নেন।

কারিমার বন্ধু ও সহকর্মী লতিফ জোহর বেলুচ জানান, নির্বাসনে থেকেও কারিমা বেলুচিস্তানের মানুষের জন্য কাজ করে গেছেন।

এদিকে কারিমার বোন বিবিসি উর্দুকে মঙ্গলবার জানান, তার বোনের মৃত্যু শুধু পরিবারের জন্যই নয়, বরং পুরো বেলুচ ন্যাশনাল মুভমেন্টের জন্য একটি শোকাবহ ব্যাপার।