বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর প্রাক বড়দিন পালন

130

বুধবার বিকেলে গোহাইল রোডস্থ উপাসনালয়ে বগুড়া খ্রীষ্টিয় মন্ডলী প্রাক বড়দিন যথাযথ মর্যাদায় পালন করে। এ উপলক্ষে খ্রীষ্টমাসট্রি পরিচালনা করেন মহিলা কনভেনর মার্গারেট বন্দনা জুঁই, চার্চ মেম্বার ম্যাগডেলিন ফ্রান্সিসকা। চার্চের সদস্যসহ খ্রীষ্টিয় সমাজের লোকদের উপস্থিতিতে বিশেষ করে ছোটদের কেন্দ্র করে প্রাক বড়দিন উৎসবের আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও আনন্দ-উল্লাস ও করতালির মধ্যদিয়ে ছোট ছেলেমেয়েরা ক্রিস্টমাস ফাদারকে স্বাগত জানায়। ক্রিস্টমাস ফাদার করোনাকালীন সময়ে সামাজিক দুরত্ব বজায়, মুখে মাস্ক পরিধান, ঘন ঘন হ্যান্ডস্যানিটাইজারের জন্য উপদেশ প্রদান ও কোভিড-১৯ হতে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করেন। বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি রবার্ট রবিন মারান্ডি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রাক বড়দিন শুভ বড়দিনের আগাম বারতা দেয়ার জন্যই এ ধরনের আয়োজন। যিশু খ্রীষ্টের জন্ম হয়েছিল আমাদের মানবজাতির কল্যাণের জন্য। তাঁর জন্মের ঘটনা ছিল খুবই অসাধারণ। এক হাড় কাঁপানো শীতের রাতে এক গোশালার যাব পাত্রে নিদারুন দীনবেশে তিনি মানব হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি এসেছিলেন সাধারণ মানুষের মুক্তিদাতা হিসেবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সহ-সভাপতি মি. সৌরভ বিশ্বাস, পালক গিলবার্ট মৃধাসহ প্রমুখ। সম্পাদক আশের মাইকেল বেসরার সার্বিক তত্বাবধানে ক্রিস্টমাস ফাদার কেক কর্তন ও ছোট ছেলেমেয়েদের উপহার প্রদান করেন।