আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, আসন্ন সান্তাহার পৌরসভা নির্বাচনে কোন প্রকার বিশৃংখলা যেন না ঘটে সেদিকে লক্ষ রেখে দলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুর পক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করতে কাজ করতে হবে। তিনি গতকাল ২৪ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে সান্তাহার পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সম্পাদক এস এম জাহিদুর বারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাগেবুল হাসান রিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, প্রবীণ আওয়ামীলীগ নেতা কছিমউদ্দিন আহম্মেদ, গোলাম মোর্শেদ। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু, আওয়ামীলীগ নেতা জি.আর.এম শাহজাহান, সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, জাহিদ আহসান পিয়াল, জাহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টিসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন।