দীর্ঘদিন পর মৌসুমী

115

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বছর শেষে বড় পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ‘গোর’ (দ্য গ্রেভ) শিরোনামের একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে দীর্ঘদিন পর রুপালি পর্দায় দেখা যাবে তাকে। আগামীকাল চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি। আর নতুন বছরের প্রথমদিন ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে এটি মুক্তি পাবে। ছবিটি নির্মাণ করেছেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত। প্রথমবারের মতো এই ছবিটি বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতেও ডাবিং করা হয়েছে। মৌসুমী হামিদ ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তার ভাষ্য, দারুণ গল্প প্রধান একটি ছবি।

এ ছাড়া দর্শকরা এই ছবিটি একইসঙ্গে দুই ভাষাতে দেখতে পাবেন। এর আগে আমাদের কোনো ছবি এভাবে মুক্তি পায়নি। করোনার এই সময়ে এমন ছবি মুক্তিতে ঝুঁকি থেকে যায়। তবুও আমরা প্রত্যাশা করছি দর্শকরা ভালো ছবি দেখবেন। এদিকে এই অভিনেত্রীর হাতে সরকারি অনুদানের একটি ছবি আছে। নাম ‘১৯৭১: সেই সব দিন’। এটি পরিচালনা করছেন হৃদি হক। এ ছাড়া শেষের পথে আছে তার অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের আরো একটি ছবি। এর নির্মাতা আরিফুর জামান আরিফ। এই অভিনেত্রী এখন ব্যস্ত আছেন ছোট পর্দায়। একক নাটকের বাইরের ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন। তার হাতে আছে আল হাজেনের ‘মধুমতি’, মুসাফির রনির ‘তোলপাড়’ ও ‘রাজু ইসলামের ‘বাকের খনি’ শিরোনামের ধারাবাহিকগুলো। ইউটিউব ও টিভি মিডিয়ার বাইরে এখন ওয়েব প্ল্যাটফরম জনপ্রিয় হয়ে উঠছে আমাদের দেশে। অনেক তারকা শিল্পী এখন এতে কাজ করছেন। বিষয়টি নিয়ে মৌসুমী বলেন, ওটিটি প্ল্যাটফরম সারা বিশ্বে এখন জনপ্রিয়। একটু দেরিতে হলেও আমাদের এখানের দর্শকরাও এটি গ্রহণ করছে। আমি মনে করি, ওটিটি প্ল্যাটফরমে অনেক ভালো কাজের সুযোগ আছে। টিভি পর্দায় যা দেখানো সম্ভব নয় সেটি এখানে দেখানো যাচ্ছে। তাই এর সঠিক ব্যবহার করা উচিত।