বগুড়া স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোভিট-১৯ ক্যাম্পেইন অনুষ্ঠিত

111

————————————————–
আকাশ স্টাফ রিপোর্টারঃ সহিসংতা হ্রাসকরণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সামাজিক সংগঠন গুলোর সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় বগুড়ায় বুধবার সকাল থেকে সদর উপজেলা পরিষদের হলরুমে দিনব্যাপী স্টেকহোল্ডারদের সাথে কোভিট-১৯ সম্পর্কিত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। সমম্বয়কারী মাশরুকুল ইসলামের পরিচালনায় ক্যাম্পেইনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক আজমল হোসে,সদর ্থানার ওসি (তদন্ত)আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) গোপাল চন্দ্র সরকার।সভায় সাগত বক্তব্য রাখেন পিউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসানাত সাঈদ। এছাড়াও স্টেকহোল্ডারদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করে ক্যাম্পেনে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস,পৌর সভাপরি সাবেক প্যানেল মেয়র আমিনুল ইসলাম ফরিদ,মালতিনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান,পৌর কাউন্সলর খোরশেদ আলম,আস্থা প্রকল্পের সমন্বয়কারী মোকলেছুর রহমান পিন্টু,বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি গণমাধ্যমকর্মী সঞ্জু রায় প্রমুখ