সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে বগুড়ায় কর্মবিরতি, অবস্হান কর্মসূচি ও মানববন্ধন

125

আবু সাঈদ হেলাল

পদবী ও বেতন বৈষম্য নিরসন কল্পে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবীতে বগুড়ায় সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানর প্রধান সহকারি, উচমান সহকারি ও সমমান পদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্মবিরতি, অবস্হান কর্মসূচি ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের ব্যানারে বহস্পতিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন, বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ বগুড়ার সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি তাজমিলুর রহমান, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য মোস্তফা আহম্মেদ লুটু, আব্দুর রহিম, জিনাতুল ফিরদা, মোস্তাফিজুর রহমান প্রমূখ।
কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সচিবালয়, সুপ্রীম কোর্ট, পাবলিক সার্ভিস কমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান সহকারি উচমান সহকারি ও অনান্য সমমান পদ গুলাতে ১০ম বতন গ্রেডসহ প্রশাসনিক কর্মকর্তা পদ উন্নতি করা হয়েছে অথচ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ৩বার বেতন গ্রেডসহ পদবী উন্নতিকরণের সুপারিশ করা সত্বেও মাধ্যমিক ও উচশিক্ষা অধিদপ্তর সহ অনান্য সরকারি দপ্তরেরকর্মরত কর্মচারিদের উল্লখিত পদবী ও বেতন গ্রেড উন্নতীকরণর কোন পদক্ষেপ নেয়া হয়নি। তারা সরকারর নিকট জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের জোরদাবী জানায়।