সাবেক প্রতিমন্ত্রী ও আ.লীগ নেতা জাহাঙ্গীর হোসাইন মারা গেছেন

126

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও চারবারের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন মারা গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি।

জাহাঙ্গীর হোসাইন ১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পটুয়াখালী জেলার গলাচিপায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন জাহাঙ্গীর হোসাইন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ১৯৮১-৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এরপর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর।

আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮ সালে শেখ হাসিনার মন্ত্রিসভার পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আ খ ম জাহাঙ্গীর। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য।