বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন আওয়ামী লীগ নেতা এস এম কামাল

188

স্টাফ রিপোর্টার: বগুড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।এসময় তিনি বলেন গোপালগঞ্জ ও বগুড়াকে একচোখেই দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বগুড়ার সামগ্রিক উন্নয়নে আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে। দেশের সকল স্থানে যেমন উন্নয়ন হচ্ছে ঠিক সেভাবে বগুড়াতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পদ্মাসেতুর বাস্তবায়ন করেন শেখ হাসিনা দেখিয়েছেন বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।স্থানীয় নির্বাচন নিয়ে এসএম কামাল বলেন হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বাহিরে বিদ্রোহীরা যদি ভোট করেন, তবে সেই বিদ্রোহীরা দলের কোন পদে জায়গা পাবেন না। দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর হয়ে সকলকে কাজ করতে হবে। বগুড়ায় দলীয় প্রার্থীর হয়ে সকল নেতাকর্মী কাজ করবে এমন প্রত্যাশা করেন।বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত অর্থনৈতিক এলাকা, প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ সহ উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি বলেন, মহাসড়ক চারলেনে উন্নীতকরণ চলছে উত্তরবঙ্গে। বগুড়ার সকল রাস্তাঘাটের উন্নয়ন সাধিত হবে। বগুড়ায় দু’জন সাংসদ রয়েছে যারা বগুড়া উন্নয়নকে ত্বরান্বিত করতে ভুমিকা পালন করে যাচ্ছেন। আপনারা তাদের মাধ্যমে সংসদে উপস্থাপন করুন। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি প্রতিনিধি হয়ে সে বিষয়টি পৌছানোর ব্যবস্থা করব। জননেত্রী শেখ হাসিনা তার পদেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সকল কিছু হবে বলেও জানান তিনি।বগুড়া প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেসক্লাব ভবন নির্মাণ বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর করেছেন বগুড়া প্রেসক্লাবের, সেই প্রেসক্লাব ভবন নির্মাণে অর্থ সহায়তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিবেন বলেও জানান। শুক্রবার বেলা ৩টায় বগুড়া শহরের স্থানীয় পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য শাহাবুদ্দিন ফরাজী। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর পরিচালনায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ আলম ঝুনু, এ্যাড. জাকির হোসেন নবাব, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন নেন।