আবু সাঈদ হেলাল
বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘাোষনা করা হয়েছে। সিরাজুল ইসলাম খান রাজুকে সভাপতি ও এড.কুদরত-ই-এলাহি কাজলকে সাধারণ সম্পাদক, আবু রেজা খান, জার্জিস আলম রতন, অজয় সরকার, নাজিমূল হুদা খদকার, শ্যামল মাহন্ত বাবু সহ-সভাপতি, সাজেদুল ইসলাম চম্পা, নিসরল হামিদ ফতুকে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদ আহসান পিয়াল, সমিনুল ইসলাম সুমন, মাোশারফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক এবং আলহাজ্ব কছিম উদ্দিন ও আশরাফুল ইসলাম মটুকে সদস্য করে কমিটি ঘোষনা করা হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু কমিটি অনুমাদন করেছেন। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানা হয়েছে।