গাবতলী উপজেলা আ’লীগের সম্মেলন মঞ্চ পরিদর্শন করেন মোহন

222

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: ২৮ডিসেম্বরে বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঞ্চ ও অন্যান্য ডেকোরেশন শনিবার পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত নেতা মুঞ্জুরুল আলম মোহন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক খাজা নাজিমুদ্দীন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য ফয়সাল খান জনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাফরু পাইকার, রাসেল মিয়া, ছাত্রলীগ নেতা নিবারণ, রয়েল, পান্না, বিপ্লব সরকার, ছঈম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।