বগুড়া এক্সপ্রেস ডেস্ক
পানিতে ডুবে মারা গেছেন মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা অনিল নেড়ুমাঙ্গাড়। তার বয়স হয়েছিল ৪৮।
ইন্ডিয়া ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ ডিসেম্বর) বন্ধুদের সঙ্গে কেরালার থোড়ুপুজা নদীর মালাঙ্কার বাঁধে গিয়েছিলেন এই অভিনেতা। এরপর গোসল করতে নামেন। পরবর্তী সময়ে পানির স্রোতে তলিয়ে যান।
টিভি ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন অনিল। ২০১৪ সালে সিনেমা জগতে পা রাখেন। ‘কামট্টিপদম’, ‘আইয়াপ্পানুম কোশিয়ুম’, ‘পাবাড়া’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছেন। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাপম চেয়্যাথাভর কাললেরিয়তে’। করোনা মহামারির কারণে লকডাউন শুরু আগে মুক্তি পায় এটি।
এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মীরা। অভিনেতা পৃথ্বিরাজ লিখেছেন, ‘আমার কিছুই বলার নেই। আশা করছি আপনি শান্তিতে আছেন।’ অভিনেতা দুলকার সালমান ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে লিখেছেন, ‘হৃদয়ে আঘাত লেগেছে। কোনোভাবেই মেনে নিতে পারছি না। প্রার্থনা ও আপনার পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি।’