বগুড়ায় মোস্তফা জাহাঙ্গীর ব্রাদার্স মাস্টার্স কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

211

স্টাফ রিপোর্টার

বগুড়ায় মোস্তফা জাহাঙ্গীর ব্রাদার্স মাস্টার্স কাপ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টে উজ্জ্বল স্মৃতি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৬ডিসেম্বর) বিকালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেড বি গ্রুপের পৃষ্টপোষকতায় বগুড়া জেলার সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টুর্ণামেন্টে দুলাল স্মৃতি একাদশ, মুরাদ- মোসলেম একাদশ ও উজ্জ্বল স্মৃতি একাদশ মোট ৩টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় উজ্জ্বল স্মৃতি একাদশ ৮উইকেটে মুরাদ- মোসলেম একাদশকে পরাজিত করে। টসে জিতে মুরাদ- মোসলেম স্মৃতি একাদশ প্রথমে ব্যাট কওে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে। দলের পক্ষে রাসেল-৩৬, রাহিদ-৩৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে উজ্জ্ব স্মৃতি একাদশ ১৮ ওভারে ২ উকেট হারিয়ে ১৩১রানস করে। দলের পক্ষে জুয়েল-৭৫, মেহেদী- ৩৫ রান করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা স্বাচিপের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু।

এসময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ আলাউদ্দিন, জামিলুর রহমান জামিল, টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক আলহাজ্ব মোস্তফা মাহমুদ সাওন, আরও উপস্থিত ছিলেন- টুর্ণামেন্টের আহবায়ক- এ্যাডঃ নূর শাহিদ লিটন, সদস্য সচিব- খালেদ মাহমুদ রুবেল, অরুপ সরকার, ওয়ালিউর রহমান, নাদিম সরকার, কানু রাজভর।
পুরস্কার বিতরণের পূর্বে জেড বি গ্রুপের চেয়ারম্যান ও উজ্জ্বল স্মৃতি একাদশের ক্যাপটেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোস্তফা মাহমুদ শাওনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।।