শংকর কুমার,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মাঝি হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্যানেল মেয়র আনিছুর রহমান।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তৃতীয় ধাপে দেশের ৬৪ টি পৌরসভার নৌকার প্রার্থীর নাম ঘোষনা করা হয়।
সদ্য মনোনয়ন প্রাপ্ত আনিছুর রহমান তার সোস্যাল মিডিয়াতে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেইসঙ্গে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগিবুল হাসান রিপু এবং নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রফিকুল ইসলাম রফিক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন রানা এলএলবিসহ সকল দলীয় নেতাকর্মীসহ পৌরবাসীকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আনিছুর রহমান।