বগুড়ার নামুজায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২সন্তানের জনকের মৃত্যু

153

ইমরানুল হকঃ বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বগারপাড়া গ্রামে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ২সন্তানের জনক রফিকুল ইসলাম ওরফে অপু (বয়স আনুমানিক ৪৫ বছর) মৃত্যু। জানা যায় ২৭শে ডিসেম্বর আনুমানিক সকাল সাড়ে ৮ ঘটিকায় নামুজা বগার পাড়া গ্রামের মৃত্যু বিশা প্রামানিকের পুত্র মোঃ রফিকুল ইসলাম প্রামাণিক নামুজা ফাজিল মাদ্রাসার দক্ষিণ পার্শ্বের পুকুরে বিদ্যুৎতের লাইন দিয়ে পুকুরে পানি সেচের সময় বৈদ্যতিক তারে জড়িয়ে ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন। উল্লেখ্য মাদ্রাসার ঐ পুকুরটিতে মাছ ধরার জন্য বিদ্যুতের লাইন দিয়ে পানি শুকানোর পর বিদ্যুতের লাইন বন্ধ না করেই রফিকুল ইসলাম মাছ ধরতে নামে, নামার সাথে সাথেই তাকে বিদ্যুৎপৃষ্ট হয়ে গেলে ঘটনার স্থলে সে মারা যায়। রফিকুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃত্যুর সংবাদ পেয়ে বগুড়া সদর থানার এসআই মন্তাজ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রফিকুল ইসলামের মৃতদেহ তার বাড়িতে ছিল।