স্টাফ রিপোর্টার
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১০০টি নমুনার ফলাফলে নতুন করে ৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪১জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৮জনেই সদরের।
রোববার সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ২৬ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৭টি নমুনায় ৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৫২২জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৭০৮জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২২২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৯২জন।