বগুড়া এক্সপ্রেস ডেস্ক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর এলাকায় বায়োজিদ হোসেন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত বায়োজিদ জয়পুরহাটের সদর উপজেলার দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে।
পাঁচবিবি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান জানান, বায়োজিদ শনিবার (২৬ ডিসেম্বর) রাতে তার বাড়ি থেকে পাশের আয়মা রসুলপুরের স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যান। রাতে অনুষ্ঠান শেষ হওয়ার পর আর বাড়ি ফিরে যাননি। রোববার দুপুরে কয়েকজন কৃষক বায়েজিদের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
সাইদুর রহমান বলেন, অনুষ্ঠান থেকে ফেরার পথে রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে যেতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
কী কারণে, কে বা কারা বায়োজিদকে হত্যা করেছে তা খতিয়ে দেখা ও হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ পরিদর্শক সাইদুর রহমান।