বগুড়ায় করোনায় নতুন করে শনাক্ত ১২, সুস্থ ১৬

154

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১০২টি নমুনার ফলাফলে নতুন করে ১২জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১১ দশমিক ৭৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৬জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে সদরের ১১ এবং বাকি একজন আদমদীঘির।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ২৭ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১০২টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৭টি নমুনায় ১০জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৫টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৫৩৪জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৭২৪জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২২২জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৮৮জন।