বগুড়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

158

এম,এ রাশেদ স্টাফ রিপোর্টার

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাপ্পী(১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পী ওই গ্রামের মক্কেছ ড্রাইভারের ছেলে। এই ঘটনায় বাপ্পীর বন্ধু আশরাফ গুরুতর আহত হয়েছে। বিষয়টি পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আজীম উদ্দীন।

তবে এ হত্যাকান্ডে জড়িত কাওকে এখন পর্যন্তও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে বাপ্পী ও আশরাফকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর গ্রামের ফাঁকা মাঠে দুই জনকে নিয়ে গিয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করা হয়। এসময় আশরাফ আহত অবস্থায় দৌড়ে বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন দু’জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাপ্পীকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন আশরাফ পুলিশকে জানায়, ফাঁকা মাঠে বোরকা পড়া তিন যুবক তাদেরকে ছুরিকাঘাত করে।

শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ কাজ করছে।