বগুড়ায় দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

166

এম,এ,রাশেদ স্টাফ রিপোর্টার

বগুড়ায় ডাকাতি ও হত্যাসহ ১৫টি মামলার আসামী লুৎফর শেখ ওরফে লুৎফর ডাকাতকে (৪৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের দুর্গম চরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।লুৎফর শেখ সারিয়াকান্দি উপজেলার কাকাইল হাতা (সুজালের পাড়া) গ্রামের মুছা শেখের ছেলে। তিনি দীর্ঘদিন যমুনা নদীর দুর্গম চরে আত্মগোপনে ছিল। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বগুড়া ডিবির ওসি আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুর রাজ্জাক জানান, লুৎফর ডাকাতের নামে বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা ও জামালপুর জেলায় ৪টি হত্যা ছাড়াও ডাকাতি, চুরি অস্ত্রসহ ১৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর বিভিন্ন দুর্গম চরে আত্মগোপন করে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করছিল।

তিনি আরও জানান, লুৎফরের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।