শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া ঢাকা মহাসড়কের বগুড়া শাজাহানপুর উপজেলায় যাত্রি বাহি কোচ শাহ ফতেহ আলীর চাকায় পৃষ্ঠ হয়ে মোটর সাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার সাজাপুর ডাকাতিয়া পুকুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার নয়মাইল জামালপুর গ্রামের মৃত সমস উদ্দিনে ছেলে আহসান হাবিব (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান হাবিব বগুড়া শহর দিকে থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। ডাকাতিয়া পুকুর এলাকায় অরক্ষিত ভাবে মহাসড়ক সম্প্রসারণ কাজ হচ্ছিলো। এসময় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে তিনি মহাসড়কে পড়ে যান। একই সময়ে পেছন থেকে দ্রæত গতিতে আসা শাহ ফতেহ আলী তাকে পৃষ্ঠ করে দ্রæত চলে যায়। এতে ঘটনাস্থলেই আহসান হাবিবের মৃত্যু হয়। পুলিশ কোচটি আটক করতে পারেনাই।
ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসঅই আক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।