গ্রাহকদেরকে দ্রুত ও হয়রানী মুক্ত ভাবে সেবা দিতে হবে – ইউএনও শিবগঞ্জ

158

আকাশ স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার অগ্রণী ব্যাংক লিমিটেড মহাস্থানগড় শাখায় বার্ষিক হিসাব সমাপনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়
মঙ্গলবার দুপুরে শাখা কার্যালয়ে আয়োজিত শাখা ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির বলেন, গ্রাহকদেরকে দ্রুত ও হয়রানী মুক্ত ভাবে সেবা দিতে হবে। ‘ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ মহাস্থাগড় সারা বিশ্বে পরিচিত। এরকম একটি জায়গায় অগ্রণী ব্যাংক সফলভাবে কাজ করে যাচ্ছে, আমি এই শাখার আরো সমৃদ্ধি কামনা করি। যেকোনো সমস্যায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন এই শাখার পাশে থাকবে’।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের আঞ্চলিক শাখার সহকারী মহা-ব্যবস্থাপক রতন কুমার সরকার, থানা রোড শাখার সহকারী ব্যবস্থাপক মোজাফফর হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, লাহিড়ী পাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, অফিসার সমিতি বগুড়ার সভাপতি হেলাল উদ্দীন, শিবগঞ্জ উপজেলা কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল মিয়া বাবু, সাধারণ সম্পাদক রহেদুল ইসলাম, ইব্রাহিম আলী, শাহাদৎ হোসেন, জাহেদুর রহমান,
গআনোয়ার হোসেন, ব্যাংকের জাহাঙ্গীর হোসেন, শাহজাহান আলী সহ শাখার সকল কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়ী বৃন্দ।