জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র দুর করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চায়…চেয়ারম্যান উজ্জ্বল

161

আবু সাঈদ: বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখহাসিনা বাংলাদেশের দারিদ্রপীড়িত এবং দুঃস্থ গ্রামীণ মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক উন্নয়ন করছে, যাতে তারা বিদ্যমান খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং নিম্ন সামাজিক মর্যাদার অবস্থানকে সফলভাবে অতিক্রম করে বাংলাদেশ উন্নত অবস্থানে টিকে থাকার সক্ষমতা অর্জন করতে পারে সে জন্য মহিলাকে মাসিক ভিজিডি খাদ্য (চাল) প্রদান করছে । ক্ষুধা ও দারিদ্র দুর করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চায় বর্তমান সরকার প্রধান জননেত্রী শেখহাসিনা সেই লক্ষ্যে নিরালস পরিশ্রম করে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের শাখারিয়া ইউপিতে ১৪৫ জন কার্ডধারীদের মাঝে ভিজিডি চাল বিতরন কালে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন অত্র ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল । এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রবিউল ইসলাম বোবলা, আবুল কালাম আজাদ বাবুল, ডা: মঞ্জুরুল হক, আব্দুল জলিল, মান্না মিয়া, নেছার উদ্দিন, শিউলি খাতুন, অজেদা বেগম, ইউপি সচিব মশিউর রহমান। সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাল বিতরণ করা হয়।