বগুড়ায় আবাসিক হোটেল থেকে তিন নারীসহ গ্রেফতার ৪

135

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীসহ চারজন গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আদমদিঘীর সান্তাহারের পলাশ বোর্ডিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট সদরের কালপুর গ্রামের কোবাদ আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৩৭), কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নতুন চরচাষী গ্রামের খোকনের মেযে রোখসানা (২৮), ঢাকা আশুলিয়ার আবু তাহেরে মেয়ে বৃষ্টি (২০) ও বগুড়া বাদুরতলার ইসরাইলের মেয়ে ইয়াসমিন (২২)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, আদমদীঘির সান্তাহার পলাশ বোর্ডিংয়ে দীর্ঘদিন  দেহ ব্যবসা চলছিল। ইতি পুর্বে ওই বোর্ডিং থেকে একাধিক নারী ও খদ্দেদের গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হলেও গোপনে আবারও শুরু করে অসামাজিক কারবার। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আবারও পলাশ বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তিন নারীসহ ও এক খদ্দেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে