বগুড়ায় করোনায় আরো ১জনের মৃত্যুঃ নতুন শনাক্ত ১৬

124

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৫টি নমুনার ফলাফলে নতুন করে ১৬জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৮দশমিক ২০শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৪জন। তবে করোনায় নতুন করে এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া নারীর নাম রুবিনা খাতুন( ৭০)। তিনি কাহালুর বাসিন্দা। সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া নতুন আক্রান্ত ১৬জনের মধ্যে সদরের ১২, শাজাহানপুর ৩ এবং বাকি একজন শিবগঞ্জের। মঙ্গলবার দুপুুুর একটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ২৮ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ১৩জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৭টি নমুনায় ৩জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৫৫০জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৭৪৮জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২২৩জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৭৯জন।