বগুড়া সদরে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধন দেড় লক্ষাধিক টাকার ক্ষতি

111

————————————————–
আকাশ স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের পীরগাছা গ্রামে পূর্ব শক্রতার জেরে সোমবার ভোরে একটি পুকুরে কে বা কারা গ্যাস ট্যাবলেট প্রয়োগে বিভিন্ন প্রজাতীর মাছ নিধন করে মৎস্য চাষীর প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে, থানায় মামলা দায়েরের প্রস্তুতি।
সরে জমিনে ও ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী পীরগাছা গ্রামের মৃত প্রতুল চন্দ্র সরকারের পুত্র লাহিড়ী পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী উজ্জল চন্দ্র সরকারের প্রায় ৪০ শতাংশ নিজস্ব পুকুরে অনুমান সোমবার ভোরে পূর্ব শক্রতার জেরে কে বা কারা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিভিন্ন প্রজাতীর মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, হাংরী কারফু, তেলাপিয়া, বাটা মাছ নিধন করেছে। মৎস্য চাষী শ্রী উজ্জল জানান মাছ গুলি আমি ১/২ বছর পূর্বে চাষের জন্য পুকুরে ছেড়ে দিয়েছিলাম। মাছগুলি বিক্রি করলে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা বিক্রি করতাম। উজ্জলের পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগের সংবাদ জানতে পেয়ে লাহিড়ী পাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ ও ইউপি সদস্য রুবেল সাকিদার পুকুর পাড়ে পৌছে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। এব্যাপারে মৎস্য চাষী উজ্জল বাদী হয়ে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।