এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ বগুড়ার গাবতলী উপজেলা পৌরসভা নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার রির্টানিং অফিসার ও ইউএনও রওনক জাহানের হাতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোমিনুল হক শিলু। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিএম মুসা পেস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন, সদস্য আলমগীর হোসেন, ইমরান হোসেন রিবন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভূলন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পৌর আওয়ামী লীগের আহবায়ক আজিজুর রহমান পাইকার,যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, জেলা আওয়ামী যুব লীগের সহ-সভাপতি অধ্যাপক নাসিরুজ্জামান টিটো, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সিদ্দিক, সদস্য রাসেল মিয়া,উপজেলা যুব লীগের সভাপতি নজরুল ইসলাম বিটুল,সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রমুখ।